সাতক্ষীরা-১ স্বপন, সাতক্ষীরা-২ আশু, সাতক্ষীরা-৩ রুহুল হক, সাতক্ষীরা-৪ দোলন বিজয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে আওয়ামীলীগ মনোনীত ৩জন প্রার্থী ও আওয়ামীলীগের ছেড়ে দেয়া জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন।

৭ জানুয়ারী রবিবার সকাল ৮টা থেকে বিরতীহীন ভাবে বিকেলে ৪টা পর্যন্ত ভোটগ্রহন শেষে গণনায় স্থানীয়ভাবে এ ফলাফল জানা গেছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসারের দপ্তর থেকে একেকটি কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হচ্ছিলো।

বিভিন্ন কেন্দ্রের পোলিং এজেন্ট ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দের সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-১ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা-২ আসনে মহাজোটের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গলের প্রার্থী আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য প্রফেসর ডা.আফম রুহুল হক এবং সাতক্ষীরা-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আতাউল হক দোলন বিজয়ী হয়েছেন।

আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আওয়ামীলীগ দলীয় ও আওয়ামীলীগের ছেড়ে দেয়া জাতীয় পার্টির যে ৪জন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছিলো তাদের সকলেই বিজয়ী হয়েছেন।