সাভারে নানা দাবীতে মহান মে দিবস পালিত

সারা দেশের ন্যায় সাভার ও আশুলিয়ায় মহান মে দিবসের নানা কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার (১লা মে) সকাল ১০টা থেকে নূন্যতম মুজুরি বাস্তবায়ন সহ নানা দাবীতে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে আশুলিয়া প্রেসক্লাবের সামনে খন্ড,খন্ড মিছিল নিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মী ও সাধারণ শ্রমিকরা ব্যানার,ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে জড় হয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা জানায়, দেশের দ্রব্যমূল্যের দাম তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলেগেছে।

তাদের বর্তমান বেতন দিয়ে তাদের জীবন যাপন করা কষ্টকর হয়ে উঠেছে। তাই এই মে দিবস উপলক্ষ্যে সকল শ্রমিকদের মুজুরি বৃদ্ধি,ও নিরাপদ কর্মবান্ধব পরিবেশ তৈরি করার দাবী জানান।

অন্যদিকে শ্রমিক সংগঠনের নেতারা বিক্ষোভ সমাবেশে বলেন বার,বার বর্তমান সরকারের কাছে দাবী জানিয়েও দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকানো, শ্রমিকদের নূন্যতম ২৩ মুজুরি বাস্তবায়ন, ধর্মঘট নিষিদ্ধ বিল বাতিল,অবাধ ট্রেডইউনিয়ন অধিকার নিশ্চিত করন,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করন সহ অবৈধ ভাবে শ্রমিক ছাটাই বন্ধের দাবীর কোন সুরহা করা হয়নি। উল্টো

রানাপ্লাজাও তাজরিনের মালিকের জামিনের পায়তারা করছেন। এমন অবস্থায় অবিলম্বে শ্রমিকদের সকল দাবী মেনে না নিলে অচিরেই কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
এদিকে যেকোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে মহাসড়ক গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।