সাভারে প্রতি পক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, (সাভার) : সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় হাসান নামে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

নিহত হাসান আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারালপাড়া এলাকার হারুন-উর রশিদের ছেলে। এবং সে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বানিজ্য শাখার ১ম বর্ষের শিক্ষার্থী ছিল।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরযক্ষেণ কেন্দ্রে (আইসিও) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাসান।

এর আগে বিকাল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিপিএটিসি স্কুল এন্ড কলেজ গেট এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত হয় ওই শিক্ষার্থী।

নিহত হাসানের বন্ধুরা জানায়, বিকালের দিকে হাসনসহ মোট ৫ বন্ধু মিলে তারা বিপিএটিসি স্কুল এন্ড কলেজ এলাকায় বেড়াতে যান। এসময় ঘটনাস্থলে হাসানের পূরব পরিচিত এক যুবকের সাথে দেখা হলে সে হাসানের সাথে পূর্ব ঘটিত কোন বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। তর্কের এক পরযায়ে হাসান ও ওই যুবক সংঘর্ষে জড়িয়ে পড়লে অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের সাথে থাকা আরও কয়েক যুবক এসে মারামারিতে লিপ্ত হয়। এতে হাসান গুরুত্বর আহত হয়ে দ্রুত উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে হাসান মারা যায়।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ হাসপাতালে যায়।ঘটনার সাথে কারা জড়িত এবং কি বিষয় নিয়ে তাদের হাসানের সাথে বিরোধ তা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে বলে জানায় পুলিশ।