সাভারে ২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীদের সংঘর্ষ আহত-১০

সাভারে ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত।

আহতদের বিভিন্ন হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে বিরুলিয়ার খাগান ও চারাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানায়, চারাবাগ এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেলের সাথে লেগুনার ঘষা লাগার পর ঘটনার সূত্রপাত। পরে ওইখানে বাকবিতন্ডা হয় এলাকার লোকজন ও আশপাশের দোকানদারদের সাথে। ওই সময় ছাত্রদের সাথে তাদের হাতাহাতিও হয়। এসময় শিক্ষার্থীরা এলাকার একজনকে মারধর করে আহত করে। পরে এলাকাবাসী শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। কিছুক্ষণ পর ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ৩০-৪০ জন ছাত্র লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তারা দফায় দফায় হামলা চালায়। এসময় এলাকার অনেক কেই মারধর করে রক্তাক্ত করে তারা। পরে রাতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর সাথে মারামারির ঘটনায় পরিস্থিতি এখন শান্ত বলে জানিয়েছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানালেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেত রাজি হননি কোন কর্মকর্তা।