সুন্দরবনের শরণখোলা রেঞ্জে পাশবিহীন ফিশিং ট্রলার আটক

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুন্দরবনের অভয়ারণ্যের ভোলা নদীতে প্রবেশ করায় দায়ে পাশ বিহীন ইলিশ বোঝাই “এফবি সুফিয়া” নামের একটি ফিশিংবোট ও দুইটি ছোট নৌকা আটক করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) গভীর রাতে সমুদ্র থেকে ফেরার পথে ইলিশ বোঝাই এ বোটটিকে আটক করে শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা।

বনবিভাগ সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে মাছ ধরে ফিশিংবোট “এফবি সুফিয়া” নিয়ম লংঘন করে ও বনবিভাগের অনুমতি (পাশ) না নিয়ে সুন্দরবনের অভয়ারণ্যের ভেতরে ভোলা নদী দিয়ে ফেরার পথে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নিয়মিত টহল দানকারী বনরক্ষীরা তাদের আটক করে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. সামছুল আরেফিন জানান, সুন্দরবনে প্রবেশের অনুমতি না নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরায় ও অভয়াশ্রমে প্রবেশ করার অপরাধে পটুয়াখালীর কলাপাড়ার পূর্ব সোনাতলা গ্রামের নাছির গাজীর মালিকানাধীন এফবি সুফিয়া ফিশিং ট্রলারকে ২ লাখ ৭০ হাজার টাকা ও একই অপরাধে ছোট নৌকা দুটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।