স্কুলে সেক্স এডুকেশন চালুর পক্ষে মুখ খুললেন সোনাক্ষী

স্কুল পর্যায়েই সেক্স এডুকেশন চালুর পক্ষে মুখ খুললেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। যৌনতা নিয়ে ট্যাবু কাটাতে স্কুলের ছেলেমেয়েদের এই বিষয়ে সচেতন করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। তার আগামী ছবি ‘খানদানি সাফাখানা’র প্রচারে এসে এই কথা বলেন সোনাক্ষী।

‘আমাদের দেশের জনসংখ্যা ১৩০ কোটিরও বেশি। জনসংখ্যার ভারে প্রায় ধুঁকছি আমরা। এই অবস্থায় ফ্যামিলি প্ল্যানিং চালু না হলে ভবিষ্যতে সমস্যা আরও গভীর হবে।’ বলেও মন্তব্য করেন এই নায়িকা।

যৌনতা নিয়ে ট্যাবু কাটাতেই তার নতুন ছবি ‘খানদানি সাফাখানা’।

মজার ছলে ও বিনোদনের মোড়কে যৌনতা নিয়ে ট্যাবু কাটানোই এই ছবির লক্ষ্য বলে জানিয়েছেন ছবির পরিচালক শিল্পী দাসগুপ্তা।

এই ছবির গল্প এক মহিলাকে ঘিরে যিনি তাঁর কাকার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে একটি সেক্স ক্লিনিক পেয়েছেন। সোনাক্ষী ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন বরুণ শর্মা, অন্নু কাপুর, নাদিরা বব্বর এবং কুলভূষণ খারবান্দা। ২ আগস্ট মুক্তি পাচ্ছে ‘খানদানি সাফাখানা’।

সূত্র: ইন্ডিয়া টুডে