হিজাব পরা মেডিকেল ছাত্রীকে ‘জয় শ্রী রাম’ বলে ধাওয়া

ভারতের পশ্চিমবঙ্গে হিজাব পরা এক ছাত্রীকে মেডিকেল কলেজ ক্যাম্পাস ধাওয়া ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এফআইআর নিতে পুলিশ গড়িমসি করেছে বলেও অভিযোগ রয়েছে।

গত শনিবার উত্তরবঙ্গের একটি মেডিকেল কলেজে এমন ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়।

মেডিকেলের ফাইনাল ইয়ারের ওই ছাত্রী বলেন, “ওই দিন রাত ১০টা নাগাদ আমি ক্যান্টিন থেকে বন্ধুদের সঙ্গে ফিরছিলাম। ওই সময় কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে ছিল। আগে কখনো ওদের আমি দেখিনি।”

তিনি বলেন, “আমরা আমাদের মতো হাঁটছিলাম। কিন্তু আমি হিজাব পরে আছি দেখে ওরা আমাদের দিকে আঙুল তুলে ‘জয় শ্রী রাম, জয় শ্রী রাম’ বলে চিৎকার করতে থাকে। এর পরে ওই ১০-১২ জন আমাদের দিকে তেড়ে আসছিল। বাঁচতে আমরা দৌড়ে পালাই।”

এছাড়া পুলিশের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন ওই মেডিকেল ছাত্রী। তার দাবি, স্থানীয় থানা প্রথমে তার অভিযোগ নিতে অস্বীকার করেছিল।

পরে এফআইআর থেকে ‘হুমকি’ শব্দ বাদ দেওয়ার শর্তে অভিযোগ গ্রহণ করতে রাজি হয় পুলিশ। অবশ্য শেষ পর্যন্ত পুলিশ পূর্ণাঙ্গ অভিযোগ গ্রহণ করেছিল বলে জানান ওই মেডিকেল ছাত্রী।