নৌমন্ত্রীর আশ্বাসে কোটা বহালের আন্দোলন স্থগিত

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের আশ্বাসে সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে চলমান আন্দোলন আগামী ১৪ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

সোমবার সন্ধ্যায় শাহবাগে উপস্থিত হয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন মন্ত্রী এবং আন্দোলনকারীদের পক্ষে ১৪ অক্টোবর পর্যন্ত চলমান আন্দোলন স্থগিত করে ওইদিন নতুন কর্মসূচি দেয়ার ঘোষণা দেন। এর আগে মন্ত্রীর হাতে আন্দোলনের নেতৃত্ব তুলে দেন মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক আকম জামাল উদ্দিন।

মন্ত্রী বলেন, কয়েকদিন যাবৎ আমাদের সন্তানরা কোটা বহালের দাবিতে আন্দোলন করছেন। তাদের দাবিকে কীভাবে ধীরে ধীরে সফল করা যায়, তা নিয়ে আমরা বসেছি। কীভাবে রাজাকারের সন্তানদের নির্মূল করতে পারি, তা নিয়ে আমরা বসেছি। বাংলার মাটিতে মুক্তিযোদ্ধার সন্তানদের ঠাঁই হবে। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের ভালোবাসেন।

পরে শাজাহান খান ওই মঞ্চের নতুন নেতৃত্ব হিসেবে মেজর জেনারেল হেলাল মোর্শেদ খানকে আহ্বায়ক ও ওসমান আলীকে সদস্য সচিব করে ‘মুক্তিযুদ্ধের চেতনা মঞ্চ’ ঘোষণা করেন।