মাদারীপুুরে আসন্ন দুর্গা পূজার প্রতিমা বানানো সম্পন্ন

মাদারীপুর প্রতিনিধি : সনাতন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের মধ্য সব চেয়ে বড় হল দুর্গা পূজা। মাদারীপুরে আগামী ১৪ অক্টোবার তারিখে দেবী বোধনের মধ্যদিয়ে ৬ দিনব্যাপী একটান দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দুদের দুর্গা পূজা উপলক্ষে এ সময়ে মাদারীপুরের প্রতিমা শিল্পীরা পুরান বাজারের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে দুর্গা প্রতিমা বানানো সম্পন্ন করছেন।

মাদারীপুরের শহরের কুলপদ্দির এলাকার শিল্পী কালিপদ্ব জানান, মাদারীপুরের পুরান বাজারের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে দুর্গা পূজার জন্য প্রতিমা বানাতে আমরা দুইজন প্রতিমা শিল্পী কাজ করেছি। ১৪ দিন সময়ে নিয়ে এ দুর্গা পূজার জন্য দুর্গা প্রতিমা নির্মান করেছি। এই মন্দিরের প্রতিমা বানাতে আমরা মুজুরি নিয়েছি ৪০ হাজার টাকা।

এবারে মাদারীপুরের যেসব মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে সেসব স্থান গুলি হল মিলন সিনেমা হল, বাদামতলা হলের তিনটি মন্দিরে, দরগা খোলা, কালি বাড়িতে, জীবন মন্ডের বাড়ি, বলা রাম মন্দিরে, কুলপদ্দি তিনটি স্থানের মন্দিরে, ইটেরপুলের দুইটি মন্দিরে, নতুন শহরের কালি বাড়িতে ও স্বন মন্দিরে দুটি স্থানে।

এছারাও মাদারীপুরসহ তিন উপজেলার কালকিনি, রাজৈর ও শিবচরে এসব স্থানের মোট প্রায় ১৮১টি মন্দিরে দুর্গা পূজার জন্য এসব মন্দিরে আসন্ন দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। গতবারে মাদারীপুর জেলায় প্রায় ১৮০ টি মন্দিরে হিন্দুদের দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছিল।