১৫ নভেম্বর সেই ভয়াবহ রাতের কথা আজও ভুলতে পারেনি উপকূলবাসী

আজ ১৫ নভেম্বর। এ দিনটি উপকূলের মানুষের কাছে এক ভয়াবহ স্মৃতিচারনের দিন। সেই রাতের কথা মনে করে এক যুগ পরেও আতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। স্বজন হারানোর যন্ত্রনা বুকে নিয়ে আজও কেঁদে ওঠেন অনেকেই।

২০০৭ সালের এই দিন রাত আটটার দিকে পটুয়াখালীর কলাপাড়ার উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন ঘূর্নিঝড় সিডর। কেড়ে নেয় উপজেলার ১০৪ জন মানুষের প্রাণ। আহত হয় ১৬৭৮ জন মানুষ, যাদের মধ্যে অনেক প্রতিবন্ধীও রয়েছে। সিডরের পর থেকে আজও নিখোঁজ রয়েছে সাত জেলেসহ এক শিশু। সে রাতে হারিয়ে যাওয়া মানুষগুলোর পরিবারের কান্না আজও থামেনি।

বিধ্বস্ত হয় ১২ হাজার ৯ শত ঘর-বাড়ি ও স্থাপনা। ক্ষতিগ্রস্থ হয় ৩২’শ ২৫ টি জেলে পরিবার। তবে সিডরের তেরো বছর অতিবাহিত হলেও কলাপাড়ায় ভেঙে যাওয়া বেরিবাঁধের অধিকাংশই এখনও রয়েছে অরক্ষিত।