২০০তম ম্যাচে সাকিবের ঝলমলে অর্ধশতক

ব্যক্তিগত ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে ম্যাচে ঝলমলে এক অর্ধশতক রান করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে এ মাইল ফলক স্পর্শ করেন তিনি।

এদিন তিনি লাল-সবুজ জার্সি গায়ে ২শ’তম ম্যাচ খেলার মাইলফলক অর্জন করেন। এ ম্যাচে ৬৮ বল খেলে ৬৪ রান করে আউট হন সাকিব।

এর আগে তার অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ। ৭৫ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হন তিনি।

২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল সাকিবের। এরপর থেকেই দলের অপরিহার্য সদস্য তিনি। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। তাকে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার বলা হলেও অত্যুক্তি হবে না।

বাংলাদেশের জার্সিতে সবার আগে ২০০ ওয়ানডে খেলার মাইলফলক গড়েন মাশরাফি। এরপর মুশফিক পান দুইশো ম্যাচ খেলার স্বাদ। এবার সাকিব যোগ দিলেন মর্যাদার এই ক্লাবে।