বাবার কণ্ঠ শুনেই আপ্লুত সিজারের শিশু কন্যা আরিয়ানা

প্রায় দেড় মাস পর বাড়ি ফেরার পর মেয়ে আরিয়ানার সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন মোবাশ্বার হাসান সিজার। শুক্রবার দুপুরে মেয়ের সঙ্গে সিজারের কথা হয় বলে জানিয়েছেন সিজারের বাবা মোতাহের হোসেন। তিনি বলেন: বাবার কণ্ঠ শুনেই আপ্লুত হয়ে পড়ে ৬ বছরের শিশু কন্যা আরিয়ানা।

এর আগে শুক্রবার সকালে মোবাশ্বারের সাবেক স্ত্রী জানান: গত রাত সাড়ে ৪টার দিকে মুঠোফোনে বাবার কণ্ঠ শুনেই তার কাছে খেলনা চেয়েছে আরিয়ানা।

আরিয়ানা তার বাবাকে বলেছে: তুমি আমার জন্য খেলনা আনতে চেয়েছিলে, আমার খেলনা কই? জবাবে মোবাশ্বার বলেছেন, দুই দিন পর তোমার জন্য খেলনা নিয়ে আসবো। এরপর আরিয়ানা বলেছে, কয়েকদিন আগে আমার জন্মদিনে তুমি ছিলে না। তখন তার বাবা বলেছে, তোমার জন্মদিন আবার পালন করা হবে।

গত ২৭ নভেম্বর আরিয়ানার জন্মদিন ছিল। ‘বাবা বিদেশে রয়েছে’ বলে আরিয়ানাকে তখন সান্ত্বনা দিয়েছিলেন পরিবারের সদস্যরা।

গত ৮ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের বেগম রোকেয়া সরণি থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজার। নিখোঁজের একমাস ১৪ দিন পর বৃহস্পতিবার দিবাগত রাত একটায় তিনি পরিবারের কাছে ফিরে আসেন।