গাজীপুরে তিন জামায়াত নেতা গ্রেপ্তার, ১১ বোমা উদ্ধার
গাজীপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ তিন জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে গাজীপুর অ্যান্টি টেররিজম ইউনিট। এ সময় তাদের কাছ থেকে ১১টি পেট্রোল বোমা, পাঁচটি ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়।
আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার হারুন অর রশিদ।
গ্রেপ্তার নেতারা গাজীপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন আলী, ফরিদপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. বদরুদ্দিন ও ফরিদপুর সিটি কলেজ জামায়াতের সাধারণ সম্পাদক ওহাব আলী।
পুলিশ সুপার জানান, কয়েকটি জেলার জামায়াতের সভাপতি-সম্পাদকসহ নেতাকমীরা সারা দেশে একযোগে নাশকতার পরিকল্পনা করার লক্ষ্যে সমবেত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাজীপুর অ্যান্টি টেররিজম ইউনিট বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মহানগরীর রাজবাড়ীর সামনে সিএনজি স্টেশন এলাকা থেকে তিন জামায়াত নেতাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১১টি পেট্রোল বোমা, ৫টি ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন