ট্রাম্পের ইম্পিচমেন্টের দাবিতে বিলবোর্ড!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা কারণে তার সরকারের কর্মকর্তাদের পদচ্যুত করছেন। সর্বশেষ গত শুক্রবার পদত্যাগ করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস। তবে প্রেসিডেন্ট ট্রাম্পেরই পদচ্যুতি দাবিও করছেন অনেকে।

মার্কিন প্রেসিডেন্টের ইম্পিচমেন্ট চেয়ে বিলবোর্ড ঝুলছে ক্যালিফোর্নিয়ার রাস্তায়। প্রতিদিন ওকল্যান্ড থেকে স্যান ফ্রান্সিসকোতে যাওয়ার সময় কয়েক লাখ যাত্রীর চোখে পড়ে এই বিলবোর্ড। তাতে ট্রাম্পের ছবির পাশে বড় অক্ষরে লেখা রয়েছে, “Impeach”.

সিবিএস নিউজের খবরে বলা হয়, বিলবোর্ডটি লাগিয়েছে ‘কারেজ ক্যাম্পেইন’ নামে একটি সংগঠন। এর সভাপতি এডি কারৎজ বলেন, ‘আমরা মাঠ পর্যায়ে কাজ করা সংগঠন। ট্রাম্প ইতোমধ্যে যা যা করেছেন তার প্রেক্ষিতে আমরা যদি তার পদচ্যুতি দাবি না করি তাহলে কে করবে!’