ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রীপুরে রেললাইন মেরামতের জন্য নিয়ে আসা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত ক্রেন উল্টে যায়। এঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদ এলাকায় যাত্রাবিরতি করে।
এদিকে বেলা ১১টার দিকে রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ক্রেন সরিয়ে নেয়া হলে সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন
(পরের সংবাদ) রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন চুল্লি দেওয়া হবে : রোসাটম মহাপরিচালক