বান্দরবানের আলীকদম জাতীয় শোক দিবস পালন
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে বান্দরবানের আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।
কর্মসূচিতে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরহাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আলীকদম ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু দুংড়ি মং মার্মা, মাদ্রাসার সুপার মওলানা মো. হোচাইন, সিনিয়র শিক্ষক মাও. আবুজার গেফারী, প্রাক্তন ছাত্র সাংবাদিক মমতাজ উদ্দীন আহমেদ, সাংবাদিক এস এম ইসমাঈল হাসান, উপজেলা ছাত্রলীগ নেতা জাবেদ হোসেন রুবেল।
এসময় উপস্থিত ছিলেন আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন ছাত্র বৃন্দ।
অনুষ্ঠানে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার প্রতিবাদ জানানো হয় এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে বাবু দুংড়ি মং মার্মা বলেন, ‘আজকের এই মহতী আয়োজনের জন্য প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন