বাসে আগুন : ছাত্রদল নেতার স্বীকারোক্তি
ফেনীতে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার গাড়িবহরের পাশে বোমার আগুনে দুটি বাস পুড়ে যাওয়ার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি নুরেস সালাম মিলন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধূরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে এ ঘটনায় সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল ও ফুলগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল হোসেনসহ ১৩ জনকে আটক করে পুলিশ। বুধবার ফেনী মডেল থানা পুলিশের এসআই নুরুল হক ঘটনার পর দলটির ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন