মহান বিজয় দিবসে এসডিএফ লক্ষ্মীপুরের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ স্বায়ত্ত্বশাসিত সংস্থা সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) লক্ষ্মীপুর জেলা অফিসের উদ্যোগে “রেজিলিয়েন্স এন্টারপ্রেনিউরশীপ এন্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই)” প্রকল্পের আওতায় জেলা প্রশাসন লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলায় স্থাপিত (ঝুমুর মোড়) বিজয় স্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
জেলা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম খন্দকারের নেতৃত্বে এসডিএফ জেলা অফিস লক্ষ্মীপুর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদদের প্রতি এই শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।
এ সময় এসডিএফ জেলা অফিসের বিভিন্ন জেলা কর্মকর্তাবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আরইএলআই প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের আর্থিক সহায়তায় দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গতানুগতিক প্রক্রিয়ার বাইরে ব্যতিক্রমী উদ্ভাবন “কমিউনিটি চালিত উন্নয়ন (সিডিডি)” কৌশল প্রয়োগ করে সারাদেশের ২০ টি জেলায় এ প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।
অপরদিকে জেলার কমলনগর, রামগতি ও রায়পুর উপজেলার বিভিন্ন ক্লাস্টারের অংশগ্রহণে যথাক্রমে ক্লাস্টার অফিসার মোঃ আব্দুল হান্নান, মনিরা পারভীন ও উম্মে জাহান কোহিনূরের নেতৃত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে স্থাপিত বিজয় স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
এছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি পালন করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন