মাগুরায় বাংলালিংক এর আয়োজনে খেলাধুলা ও শিশুদের চিত্রাঅংকন প্রতিযোগিতা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/11/magura-Bl-pic2-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ মঙ্গলবার বিকালে বাংলালিংক এর আয়োজনে খেলাধুলা ও শিশুদের চিত্রাঅংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলার শালিখা উপজেলার শালিখা থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শালিখা থানায় অবস্থিত বাংলালিংক এর রিটেইলার ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুরা চিত্রঅংকন, মহিলারা বালিশ বদল খেলা ও পুরুষরা বল নিক্ষেপ খেলায় অংশ নেয়। শিশুদের এই চিত্রঅংকন প্রতিযোগিতাই ৪০ জন শিশু অংশ নেয়। চিত্রঅংকন প্রতিযোগিতাই ১ম,২য় ও ৩য়সহ সবাইকে প্ুরুস্কৃত করা হয়। এছাড়া মহিলাদের বালিশ বদল খেলায় তাছলিমা খাতুন ১ম, শাহিনা খাতুন ২য় ও হিরা বেগম ৩য় হয়। পুরুষদের বল নিক্ষেপে খেলায় লালন মিয়া ১ম ও সুমন ২য় হয়। বিজয়ীদের সবার হাতে পুরুস্কার তুলেদেন বাংলালিংক এর Zonal Business Manager B2C Sales & Distribution Sabbir Mahmood । এসময় আরো উপস্থিত ছিলেন বাংলালিংক মাগুরা জেলা শাখার ম্যানেজার ফজলুর রহমান, বাংলালিংক মাগুরা জেলা শাখার TMO সাইফুল ইসলাম, CM মাহাফুজুর রহমান,CM ইমনুজ্জামান প্রিন্সসহ অনেকে। এসময় পচুর দর্শক সমাগম হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন