মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন
মাগুরা প্রতিনিধি : ‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে বুধবার মাগুরা জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজন মাগুরায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ উপলক্ষে র্যালী বের হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়। পরে প্রবীর কুমার মন্ডলের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন।
বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রুস্তম আলীসহ অন্যরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন