অভিযানের পরও দুর্নীতি বন্ধ হয়নি বিআরটিএ’তে : দুদক

বিআরটিএ’তে অনেকবার অভিযান পরিচালনার পরও দুর্নীতি বন্ধ হয়নি স্বীকার করে দুদক চেয়ারম্যান জানালেন সংস্থাটির অরাজকতা বন্ধে আইন মানতে বাধ্য করা হবে।

সোমবার (১৩ আগস্ট) সকালে দুদক কার্যালয়ে এক আলোচনায় তিনি একথা বলেন। বড়পুকুরিয়া খনির কয়লা লোপাটের মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, কয়লা খনির যে দুর্নীতির তদন্ত, সেটা শেষ পর্যায়ে। সেটা অল্প সময়ের মধ্যে আদালতে জমা দেব। বিআরটিএ’র বিরুদ্ধে যতগুলো অভিযান পরিচালনা করা হয়েছে। আর কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এত অভিযান পরিচালনা করা হয়নি। বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে। কিন্তু সেই লেজ সোজা হয়নি।