আদাবরে খালে পড়া সেই শিশু ৪ ঘণ্টা পর উদ্ধার

রাজধানীর আদাবর নভোদয় হাউজিংয়ের পাশে খালে পড়ে জিসান (৫) নামে সেই শিশুটিকে ৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। তবে শিশুটি বেঁচে আছে নাকি মারা গেছে সে বিষয়ে এখনও জানা যায়নি। বর্তমানে শিশুটিকে হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শিশুটি খালে পড়ে বলে অভিযোগ পরিবারের। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

জানা গেছে, নিখোঁজ জিসানের বাবার নাম হাসু মিয়া। নবোদয় হাউজিংয়ের ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে তারা ভাড়া থাকে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, নভোদয় হাউজিংয়ের পাশে কাঁচাবাজারের কাছে খালটিতে পড়ে শিশু নিখোঁজের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পাঠানো হয়। এছাড়া উদ্ধার অভিযানে অংশ নিতে ডুবুরি দলও পাঠানো হয়। তারা কাজ শুরু করে।

স্থানীয়রা বলছে, নবোদয় বাজারের কাছে নর্দমায় বল পড়ে গেলে একটি শিশু তা তুলতে যায়। ওই সময় তাকে নর্দমায় তলিয়ে যেতে দেখেন একজন দোকানদার।

পুলিশ বলছে, সন্ধ্যা ৬টার দিকে জাতীয় জরুরি সেবার ৯৯৯ এ স্থানীয়দের ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।