আমরা মরব কিন্তু নির্বাচন থেকে সরব না : আ স ম রব

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ভয় দেখিয়ে আমাদের নির্বাচন থেকে সরানো যাবে না। এবার আমরা মরব কিন্তু, সরে যাব না।

শুক্রবার বিকেলে পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই দাবি করে রব বলেন, ‘বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। কারণ, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর পুলিশ সেখান থেকে চলে যায়। এরপরই হামলা করা হয়েছে।’

এ সময় তিনি দাবি করেন, ‘প্রধানমন্ত্রী পতাকা ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ড. কামাল হোসেনকেও পতাকা ব্যবহারের সুযোগ দিতে হবে।’

সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও ণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সদ্য গণফোরামে যোগ দেয়া ড. রেজা কিবরিয়া প্রমুখ।

এর আগে সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে গেলে ড. কামালের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। গাড়িবহরে ড. কামাল হোসেন ছাড়াও আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, জগলুল হায়দার আফ্রিক ছিলেন।

হামলায় রবের গাড়িচালক মোহাম্মদ পলাশ গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।