আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাগ তীর

রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হওয়া মোনাজাত পরিচালনা করছেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের।

এর আগে বাদ ফজর থেকে হেদায়তি বয়ান করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।

ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকা থেকে আব্দুল্লাপুর, স্টেশন রোড এলাকা থেকে চান্দনা চৌরাস্তা, স্টেশন রোড এলাকা থেকে কালীগঞ্জ সড়কের রেলক্রসিং পর্যন্ত মহাসড়ক, সড়ক ও টঙ্গীর শাখা রাস্তাগুলোতে যে যেখানে আছেন, সেখান থেকে মোনাজাতে শরিক হয়েছেন।

মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাগ তীর। চোখের পানি ছেড়ে তারা আল্লাহর কাছে মাফ চাচ্ছেন।

এর আগে মোনাজাতে অংশ নিতে বিভিন্ন বয়সীরা তুরাগ তীরে আসেন।

গত শুক্রবার আম বয়ানে শুরু হয় এবারের ইজতেমা। এরপর থেকে সেখানে অবস্থান করা মুসল্লিরা তাবলিগের মুরুব্বিদের মুখে ইসলামের আমল, আক্বীদা ও দাওয়াত বিষয়ে বয়ান শুনেন।

ইজতেমার প্রথম পর্বে ইতোমধ্যে মালয়েশিয়ান নাগরিকসহ তিন মুসল্লি মারা গেছেন। ইজতেমার দ্বিতীয় পর্ব হবে আগামী ১৯ জানুয়ারি। ২১ জানুয়ারি হবে আখেরি মোনাজাত।