ইজতেমায় আকাশে থাকবে ড্রোন ও হেলিকপ্টার : র‌্যাব ডিজি

আসন্ন বিশ্ব ইজতেমায় কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

তিনি বলেছেন, ইজতেমায় নিরাপত্তায় দায়িত্বে এবার পোশাকি র‍্যাবের চাইতে সাদা পোশাকি র‍্যাব বেশ দায়িত্ব পালন করবে। সুদৃঢ় নিরাপত্তার জন্য আকাশে হেলিকপ্টার ও ড্রোন থাকবে।

বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে বিশ্ব ইজতেমার নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে আমাদের একটি মনিটরিং টিম কাজ করবে, ইজতেমার কোনো পক্ষই কোনো কিছু যাচাই বাছাই না করে তৃতীয় পক্ষের কোনো গুজবে কান দিবেন না।

তিনি বলেন, নিজেরা যাচাই না করতে পারলে আমাদের জানাবেন। আপনাদের পাশে সবসময় র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।