ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সরকারের পরিকল্পনা কী?

ঈদের আগে সড়কে যেনো কোনোরকম হাট-বাজার বসতে না পারে সেজন্য মাঠ পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে। এছাড়াও টিকিট বিক্রির পর থেকেই বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভোগান্তি কমাতে ভিজিলেন্স টিম থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা ভোগান্তি কমাতে এসব পদক্ষেপের কথা জানিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালেয় বৈঠক শেষে এ কথা জানানো হয়।

পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরো সিদ্ধান্ত হয়, পথে যেনো যানজট সৃষ্টি না হয় এজন্য ট্রাফিক পুলিশ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত মনিটরিং টিম থাকবে। ঈদের আগের সাত দিন এবং ঈদের পরের পাঁচ দিন পর্যন্ত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশনগুলো খোলা থাকবে এবং ঈদের আগের তিন দিন এবং পরের তিন দিন জরুরি পণ্য ছাড়া সড়ক-মহাসড়কে কোন ট্রাক-লরি চলতে পারবে না।