এবার চট্টগ্রামে মুখ থুবড়ে পড়লো ইউএস বাংলা

নেপালের ভয়াবহ ট্র্যাজেডির পর এবার চট্রগ্রামে মুখ থুবড়ে পড়ল ইউএস বাংলা এয়ার লাইন্সের একটি উড়োজাহাজ। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ১৭১ জন আরোহী নিয়ে চট্টগ্রামে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি।

এই ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

বুধবার দুপুরে যান্ত্রিক ক্রুটিতে দীর্ঘক্ষণ আকাশে চক্কর দিতে থাকা উড়োজাহাজটি কক্সবাজারে নামতে না পেরে পরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

এই ঘটনার পর শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ উঠা-নামা বন্ধ হয়ে যায়।

এর আগে গত ২৪ মার্চ মালয়েশিয়ার পথে যাত্রা শুরুর ১৫ মিনিট পর ‘যান্ত্রিক ত্রুটি’র কারণে ১৬৪ জন আরোহী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করে ইউএস বাংলার একটি উড়োজাহাজ।

ওই মাসেরই ১২ তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ ঢাকা থেকে ছেড়ে গিয়ে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। এতে ৫১ জন নিহত হয়। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।