বাসদ নেতা মাহবুবুল হক আর নেই

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক আর নেই।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

বাসদের (মাহবুব) কেন্দ্রীয় কমিটির সদস্য মইন উদ্দিন চৌধুরী লিটন এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, ৬৯ বছর বয়সী মাহবুবুল হক মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অটোয়ার সিভিক হাসপাতালে ভর্তি ছিলেন।

তিনি আরও জানান, ২০০৪ সালে ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর মাহবুবুল হক কানাডা চলে যান। দীর্ঘদিন চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি। এর মধ্যে গত ২৬ সেপ্টেম্বর স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

কানাডাতে তিনি স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করে আসছিলেন।

মাহবুবুল হকের জন্ম ১৯৪৮ সালের ২৫ ডিসেম্বর নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ লিবারেশন ফোর্স (মুজিব বাহিনী) গঠন করা হলে সেখানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি।