ব্রাহ্মণবাড়িয়ায় তেলবাহী ট্রেনের ৯টি ট্যাংকার লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রেনের ৯টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে লাইনচ্যুত সব ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়েছে পাশের রাস্তা ও খালে। দুর্ঘটনায় রেললাইনেরও ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রেনটির পরিচালক আরমান হোসেন মজুমদার জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারে আসার পরই বিকট শব্দ পাওয়া যায়। এর পরই ট্যাংকার লাইনচ্যুত হয়।

ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও আখাউড়ার দমকল বাহিনী খবর পেয়ে উদ্ধারকাজে আসে। এ ছাড়া ট্রেনটি উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালাচ্ছে। মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার শোয়েব আহমেদ জানিয়েছেন, এ দুর্ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে না। ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।