ব্রুনেইয়ের সুলতানের সাথে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বৈঠক

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সকালে ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়ার সরকারি বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে। দু’দেশের মধ্যকার সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এ দ্বিপক্ষীয় বাণিজ্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

কৃষি, শিল্প, মৎস্য, পশু সম্পদ, যুব ও ক্রীড়া, সংস্কৃতি ও জ্বালানি খাতে সহায়তা ও সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের বিনা ভিসায় ব্রুনাই ভ্রমনের বিষয়ে আলোচনা হয়েছে।