মানুষ নতুন সরকার দেখতে চায় : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমার সময় সুশাসন ছিল। এখন সুশাসনের অভাব। মানুষ পরিবর্তন চায়। নতুন সরকার দেখতে চায়।’

সোমবার রাজধানীর ভাসানটেক, কচুক্ষেত এলাকায় আয়োজিত পথসভায় এসব কথা বলেন এইচ এম এরশাদ। এসব পথসভায় ‘লাঙ্গল’ মার্কায় ভোট চেয়েছেন সাবেক রাষ্ট্রপতি।

প্রথমে ভাসানটেকে দুটি পথসভায় অংশ নেন এইচ এম এরশাদ। পরে কচুক্ষেত এলাকায় আরো একটি পথসভায় অংশ নেন এরশাদ। এসব পথসভার ব্যানারে লেখা ছিল ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা ঢাকা-১৭ আসনের শুভ উদ্বোধনী পথসভা।’

এইচ এম এরশাদ বলেন, ‘আমার সময় জিনিসপত্রের দাম এত ছিল না। মানুষ স্বস্তিতে ছিল,শান্তিতে ছিল। উন্নয়ন ছিল। নিরাপদে ঘুমাতে পারত মানুষ। এখন কেউ নিরাপদে ঘুমাতে পারে না। সবচেয়ে বড় কথা আমার সময় সুশাসন ছিল। এখন সুশাসনের অভাব। মানুষ পরিবর্তন চায়। নতুন সরকার দেখতে চায়।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতিসহ সার্বিকভাবে সুশাসনের অভাবে জনগণ অস্বস্তিতে আছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

এইচ এম এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় এলে দুর্নীতি, অপশাসন ও বৈষম্য থেকে মুক্তি মিলবে মানুষের।’