রংপুরের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে : সুজন

রংপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক—সুজন।

আজ রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এ কথা জানান।

বদিউল আলম বলেন, ‘রংপুরে নির্বাচন কমিশন তাদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য সর্বশক্তি নিয়োগ করেছে এবং সরকারও সদাচরণ করেছে। সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন, একই সঙ্গে রাজনৈতিক দলগুলোও দায়িত্বশীল আচরণ করেছে। গণমাধ্যম, তাদের যে ভূমিকা পালন করার কথা, ওয়াচডগের ভূমিকা, সেটা পালন করেছে। আমরা নাগরিকদের পক্ষ থেকেও নাগরিকরা সুজনের পক্ষ থেকে অনেক কার্যক্রম করেছি। এই সকলের সম্মিলিত প্রচেষ্টারই সম্মিলিত রংপুরের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে।’

রংপুরের নির্বাচনকে সফল নির্বাচন উল্লেখ করে সুজনের সম্পাদক বলেন, এ নির্বাচন অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে।

তবে এ সময় লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, রংপুর নির্বাচনকে জাতীয় নির্বাচনের পূর্বাভাস মনে করা ভুল হবে।

গত ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ব্যবধানে মেয়র পদে জয়ী হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি এক লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পান। মোস্তফার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু নৌকা প্রতীক নিয়ে পান ৬২ হাজার ৪০০ ভোট। অন্যদিকে বিএনপিদলীয় প্রার্থী কাওছার জামান বাবলা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ১৩৬ ভোট।