রংপুরে সহিংসতা: টিটু রায়ের ৪ দিনের রিমান্ড

ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে গ্রেফতার রংপুরের টিটু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিবাংশু কুমার সরকার এ আদেশ দেন।

এর আগে টিটুকে আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাবুল।

শুনানি শেষে টিটুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

রংপুরের পাগলাপীর শলেয়া শাহ এলাকার মৃত খগেন চন্দ্র রায়ের ছেলে টিটু রায়।

সম্প্রতি তিনি ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দিয়েছেন বলে অভিযোগ ওঠে।

একে কেন্দ্র করে কয়েক দিন ধরে চলা উত্তেজনার মধ্যে গত শুক্রবার রংপুরের পাগলাপীর এলাকায় মুসল্লিদের সড়ক অবরোধ ও বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হন। এ সময় বিক্ষোভকারীরা হিন্দু ধর্মাবলম্বীদের বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করেন।

এর পর ফেসবুক পোস্টের অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার ভোরে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রাম থেকে পুলিশ টিটু রায়কে গ্রেফতার করে।