শিমুলিয়া ঘাটে বাড়তি যানবাহনের চাপ

টানা তিনদিন ছুটির কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে স্বাভাবিক দিনের চাইতে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার সকাল থেকেই শিমুলিয়া ঘাটে ফেরি পারপারে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

স্বাধীনতা দিবসের ছুটিসহ টানা ৩ দিন বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের অনেক যাত্রী বাড়ি যেতে শুরু করেছেন। আর এ কারণেই দু’দিন যাবৎ এই রুটে চাপ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমতাবস্থায় এই রুটে পণ্যবাহী ট্রাকসহ ছোট-বড় প্রায় ৮ শতাধিক যানবাহন রয়েছে।

মাওয়া বিআইডব্লিউটিসির মেরিন অফিসার ও ম্যানেজার (বাণিজ্য) আ. আলিম আহমেদ জানান, স্বাধীনতা দিবসের ছুটিসহ টানা ৩ দিনের ছুটির কারণে ফেরিঘাটে যানবাহনের বাড়তি চাপ দেখা দিয়েছে। বর্তমানে শিমুলিয়া নৌরুটে ৩টি রো রো, ৬টি ডাম্প, ২টি মিডিয়াম, ৩টি কে-টাইপ ও একটি ছোট ফেরিসহ মোট ১৭টি ফেরি চলাচল করলেও বাড়তি এসব যানবাহনের চাপে হিমশিম খেতে হচ্ছে ফেরি কর্তৃপক্ষকে।