সিলেটে অবতরণ করতে ব্যর্থ হয়ে পুনরায় ঢাকায় ফিরল বিমান!

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বাংলাদেশ বিমানের বিজি ৬০৫ ফ্লাইট। বৈরি আবহাওয়ার কারণে বিমানটি অবতরণ করতে না পেরে ফের ঢাকায় ফিরে গেছে।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

বিমানের যাত্রী সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম জানান, ঢাকা থেকে বিমানের ৬০৫ ফ্লাইটটি শুক্রবার ভোর ৪টা ৪০মিনিটে সিলেটের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইটটি এক ঘণ্টা বিলম্বে ৫টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। কিন্তু সিলেটে এসে বৈরি আবহাওয়ার কবলে পড়ে বিমান। একাধিকবার চেষ্টা করেও বিমানের উড়োজাহাজটি ওসমানী বিমানবন্দরে অবতরণে ব্যর্থ হয়।

পরে যাত্রীদের নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি ফিরে যায় বলে জানান শামসুল ইসলাম।

এদিকে শাহজালাল বিমানবন্দরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলকে পেয়ে সিলেটের যাত্রীরা তাদের দুর্ভোগের কথা জানিয়েছেন বলেও জানান অ্যাডভোকেট শামসুল ইসলাম।

বিমান বাংলাদেশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফ্লাইটটি পরে বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা করে ভালোভাবে পৌঁছে।