সেন্সরে আটকে গেল রণভীর-আলিয়ার চুমু

মুক্তির কাছাকাছি সময়ে এসে থমকে গেল রনভীর-আলিয়ার নতুন ছবি ‘গলিবয়’। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) জোয়া আখতারের ‘গলিবয়’ সিনেমাটি আটকে দিয়েছে। ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ি সিনেমায় রণভীর সিং এবং আলিয়া ভাটের একটি ১৩ সেকেন্ডের চুম্বনদৃশ্য রয়েছে। সিনেমাটির মুক্তি পথে কাল হয়ে দাঁড়ালো এই চুম্বন।

জানা গেছে, আরও বেশ কিছু শব্দ এবং একটি অ্যালকোহলের কোম্পানির নামও বাদ দিতে হয়েছে সিনেমার ফাইনাল ভার্সন থেকে। এরই মধ্যে ‘গলিবয়’ সিনেমাটি বার্লিন ফিল্ম ফেস্টিভালে প্রদর্শীত হয়েছে। ছাড়পত্র মিললেই ভারতের দর্শকরা দেখতে পারবেন ছবিটি।

জানা গেছে, ভারতীয় র্যাপার নাইজি এবং ডিভাইনের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি। পরিচালক জোয়া আখতার বলেছেন, ‘বার্লিনের জনতা প্রথম থেকেই সিনেমা হলে প্রচুর হাততালি দিচ্ছিলেন, চিৎকার এবং সিটির শব্দ শোনা যাচ্ছিল। আবার যখন সিনেমায় কোনও করুণ দৃশ্য ছিল, গোটা হল চুপ করে যাচ্ছিল। দর্শকেরা প্রতিটি মুহূর্ত উপভোগ করেছে।’

‘গলি বয়’ সিনেমায় রণভীর সিং মুম্বইয়ের বস্তি এলাকার একজন র্যাপারের চরিত্রে অভিনয় করেছেন। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে রণভীর বলেছিলেন, ‘এই সিনেমা শ্রেণী সংগ্রামের গল্প, এই সিনেমা মানুষের স্বপ্নের গল্প, এই সিনেমা মানুষের প্যাশনের গল্প।’