১৩ বছরে ৩০ বার আন্দোলনে নন এমপিও শিক্ষকরা

২০০৬ সাল থেকে একই দাবিতে ৩০ বারের মতো আন্দোলন করছেন নন এমপিও শিক্ষকরা। তাদের দাবির মুখে ২০১০ সালে স্বীকৃতি প্রাপ্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হলেও বাদ রয়ে যায় আরো ৫ হাজার ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০ হাজারের মতো শিক্ষক ও কর্মচারী।

যে শিক্ষকদের থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানে, সেই শিক্ষকই এখন সড়কে। আন্দোলন করছেন নিজের অধিকার আদায়ে। শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করনের দাবিতে গত ১৯ মার্চ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। এদিকে আন্দোলরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকে।

বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা জানান, বেতন ছাড়া তাদের মানবেতর জীবন যাপনের কথা।

এরআগেও একই দাবিতে গত বছরের জুলাইয়ে অনশন করেন নন এমপিও শিক্ষকরা। পরে সরকারের আশ্বাসে ঘরে ফিরে গেলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে আবারো আন্দোলন শুরু করেন বিভিন্ন জেলার নন এমপিও শিক্ষকরা।