আন্দোলন করে সরকার পতনের ক্ষমতা কারও নেই : হানিফ

আন্দোলন করে সরকারের পতন ঘটানোর ক্ষমতা আর কারও নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শনিবার দুপুরে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনময়কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনে সংবিধান অনুযায়ী হবে, এই নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে আর কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। এই নির্বাচনে সন্ত্রাসীদের সঙ্গে, সন্ত্রাসী দল যারা তাদের সঙ্গে আলাপ-আলোচনার সুযোগ নেই।

তিনি বলেন, বিএনপি একটি জনধিকৃত দল হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে, আন্তর্জাকিভাবে কানাডার আদালতে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশে সন্ত্রাসী কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ড করার নৈতিক অধিকার থাকতে পারে না। অতএব বিএনপি নামক দলটা এখন সন্ত্রাসী দল, এই দলের রাজনীতি করার অধিকারই থাকতে পারে না। আর সেই দলের আন্দোলন নিয়ে দেশবাসী কখনও ভাববেও না।