আবারও সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফের বড় একটি সুদের হার বাড়ানোর অনুমোদন দিয়েছে। করোনা মহামারির পর রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে লাফিয়ে বাড়তে থাকে মূল্যস্ফীতি। তাই দেশটির কেন্দ্রীয় ব্যাংক কঠোর নীতি প্রয়োগ করে যাচ্ছে। খবর বিবিসির।

ফেডারেল রিজার্ভ জানিয়েছে, সুদের হার নতুন করে শূন্য দশমিক ৭৫ শতাংশ পয়েন্টে বাড়ানো হয়েছে। ফলে সুদের হার বেড়ে ২০০৮ সালের পর সর্বোচ্চ হয়েছে।ব্যাংক আশা করছে, ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধি অর্থনীতিকে মন্থর ও মূল্যস্ফীতি কমিয়ে আনবে।

তবে সমালোচকরা বলেছেন, সুদের হার বড়ানোর ফলে অর্থনৈতিক মন্দার ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলবে।মার্কিন ফেডারেল ব্যাংকের বর্তমান সিদ্ধান্তের ফলে ঋণের বিপরীতে সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৭৫ শতাংশে থেকে ৪ শতাংশে, যা ২০০৮ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সতর্ক করে বলেছেন, সুদের হার আরও বাড়তে পারে।

এর আগেও বেশ কয়েকবার সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মূলত সারাবিশ্বেই এখন মূল্যস্ফীতি ঊর্ধ্বগতি। তাই প্রায় সবদেশই যুক্তরাষ্ট্রের দেখানো পথে হাঁটছে।