আলামত ভাল না : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সরকার একদিকে সংলাপের কথা বলে ব্যাপকভাবে আমাদের নেতা-কর্মীদেরকে গ্রেফতার করছে, অন্যদিকে আমাদের নেত্রীর সাজা ৫ বছর থেকে ১০ বছর করেছে। এগুলো আমাদের কাছে ভালো আলামত বলে মনে হচ্ছে না’।

তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম আমাদের নেত্রী খালাস পাবেন। কিন্তু যা হয়েছে সেটি নজিরবিহীন। আমরা এটা গ্রহণ করি না’।

বৃহস্পতিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির গণঅনশনে তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের শারীরিক ও মানসিকভাবে আন্দালনের প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান তিনি।

গণঅনশনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মওদুদ বলেন, ‘শুধু স্লোগান দিলে কি আমাদের নেত্রীর মুক্তি হবে’? এসময় নেতাকর্মীরা ‘না’ সূচক উত্তর দেন। ‘তাহলে কী করতে হবে?’ নেতাকর্মীরা ‘আন্দোলন আন্দোলন’ বলে স্লোগান দেন।

পরে মওদুদ বলেন, আন্দোলনের জন্য শারীরিক ও মানসিকভাবে আন্দালনের প্রস্তুতি নিন। সেটি করলেই নেত্রী মুক্তি পাবে।

আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মওদুদ বলেন, ‘যতদিন পর্যন্ত আমাদের নেত্রীর মুক্তি এবং নিরপেক্ষ সরকারের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে’।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীর এ্যানীর যৌথ সঞ্চালনায় গণঅনশনে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খানসহ বিএনপি নেতারা।

সকাল ১০টায় অনশন শুরু হয়ে শেষ হয় বিকাল সোয়া তিনটায়।