ইবিতে আবৃত্তি আবৃত্তি’র পিঠা উৎসব

শীতের আগমনকে স্মরণ করে কুয়াশা ও কবিতায় পিঠা পার্বণ শিরোনামে পিঠা উৎসবের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি।

শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডরে এটি অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনটির সভাপতি হায়াতে জান্নাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নুরুল্লাহ মেহেদী ও নাঈমা পারভীন নীলা, সাধারণ সম্পাদক গোলাম আজম শোভন, সহ-সভাপতি জান্নাতুল ফারজানা, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক সুইটি পাল, দপ্তর সম্পাদক আবদিম মুনিব, সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল মাজেদ, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পর্ণিনী সুম্মা। এছাড়াও কার্যনির্বাহী সদস্য তাসফিয়া সাফফাত, ফারহানা ইবাদ, নিরব বিশ্বাস, সূচনা ত্রিপুরাসহ সংগঠনটির অনেক সদস্য উপস্থিত ছিলেন।

আয়োজনের বিষয়ে সভাপতি হায়াতে জান্নাত বলেন, এ সংগঠন প্রতি বছরের ন্যায় এবারো শীতকে বরন করতে পিঠা উৎসবের আয়োজন করেছে। পাশাপাশি কবিতার আবৃত্তির মধ্য দিয়ে আজকের এই পিঠা পার্বণের উৎসব আরো সুশোভিত হয়। আমাদের সকল সদস্য দিনব্যাপী বিভিন্ন দেশীয় পিঠা বানানোর মধ্য দিয়ে বাঙ্গালী সংস্কৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে।