একগুচ্ছ নিবেদিত ছড়া || আবদুল হাই ইদ্রিছী

একগুচ্ছ নিবেদিত ছড়া
আবদুল হাই ইদ্রিছী

শুভেচ্ছা অশেষ

বাংলাদেশের কাব্যাকাশে
ঝলমলে এক তারা,
আটত্তরে উদয় হয়ে
মাতায় কাব্যপাড়া।

কবিতা আর ছড়াতে নয়
শুধু তাহার হাত,
গবেষণায় অতুল তিনি
কাটান দিন ও রাত।

প্রবন্ধ আর গল্পেও তাঁর
মুন্সিয়ানা বেশ,
কাব্যকলার সব শাখাতে
কৃতি করেন পেশ।

সম্পাদনায় হাতখানা তাঁর
আছে ভীষণ পাকা,
হৃদয় ভরা ভালোবাসা
একটুও নেই ফাঁকা।

প্রিয় কবির নামটি তবে
এবার জেনে নিন,
রাজশাহীর ঐ বিনোদপুরের
ফজলুল হক তুহিন।

জন্মদিনে জানাই তাকে
শুভেচ্ছা অশেষ,
তাকে নিয়ে ভাল থাকুক
সোনার বাংলাদেশ।

***

ভালোবাসার কবি

ভালোবাসার খামে ভরে
রাখা যেসব নাম,
কাব্যকলায় হৃদয় ভরা
আছে যাদের দাম।

যাদের দেখে শব্দ চাষে
উতলা হয় মন,
যাদের দেয়া প্রেরণাই
আমার বড় ধন।

তাদের ভেতর যারা আমায়
কাছে টানেন রোজ,
ভালোবাসার পরশ দিয়ে
নিত্য রাখেন খোঁজ।

এমনই এক প্রিয় জনের
আজ যে জন্মদিন,
এই সুখেতে মনটা আমার
হয়েছে রঙ্গিন।

তিনি আমার প্রিয় কবি
মহিবুর রহিম,
কাছে তাকে পাইনা বলে
বুক করে চিমচিম।

প্রিয় কবির জন্মদিনে
শুভেচ্ছা অশেষ,
ভাল থাকুন সারা জীবন
এই কামনা পেশ।

***

দোয়া অফুরান

ভালোবাসার একটা মানুষ
সাকি মাহবুব নাম,
শব্দ চাষে মত্ত হয়ে
ঝড়ান মাথার ঘাম।

প্রবন্ধে তাঁর মুন্সিয়ানার
নেই তো কোন শেষ
ছড়া-কবিতাতেও তাহার
হাতটা আছে বেশ।

ভালোবাসায় হৃদয় ভরা
দেশের তরে তাঁর,
সত্য কথা লিখতে কলম
মানে না তো হার।

আজকে তাহার জন্ম দিনে
দোয়া অফুরান,
নেক হায়াত ও সু-স্বাস্থ্য তাঁর
আল্লাহ্ করুন দান।