একদিনে টিকা পেলেন ২৮ লাখ ৩৬ হাজার মানুষ

কোভিড-১৯ থেকে সুরক্ষায় দেশব্যাপী শুরু হওয়া গণটিকা কর্মসূচির প্রথম দিনে দেশের ৫৯ জেলায় টিকা পেয়েছেন ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন মানুষ, যাদের ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনই প্রথম ডোজ টিকা নিয়েছেন।

অবশ্য শনিবার মধ্যরাতে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও সিলেট জেলার টিকা দেওয়ার তথ্য ছিল না।

অধিদপ্তরের তথ্যানুযায়ী, শনিবার দেশে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৫৩ হাজার ৭৯৮ জন।

তবে এদিন প্রথম ডোজ নেওয়া ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনের কতজন গণটিকা কর্মসূচির আওতায় টিকা নিয়েছেন তা জানাতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর।

সবমিলিয়ে দেশে এ পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছেন এক কোটি ৩০ লাখ ৭২ হাজার ৯৬৯ জন, দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন এমন মানুষের সংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৩১৫ জন।