এবার বাংলাদেশের মেয়েদের কাছে বিধ্বস্ত পাকিস্তান

টি-টুয়েন্টি সিরিজটা মোটেই ভালো যায়নি বাংলাদেশের মেয়েদের। ঘরের মাঠে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় পুড়তে হয়েছিল রুমানা আহমেদদের। তবে ওয়ানডেতে এসে ঘুরে দাঁড়িয়েছে তারা। সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে টাইগ্রেসরা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন খাদিজা তুল কুবরা।

এদিন প্রথমে ব্যাট করে ৩৪.৫ ওভারে ৯৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ২৯ ওভারে ৯৫ রান করে জয় তুলে নেয় বাংলাদেশ।

এদিন পাকিস্তানের দেওয়া ৯৫ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় বাংলাদেশ। তবে ফারজানা হক ও অধিনায়ক রুমানা আহমেদের দৃঢ়তায় সেই বিপর্যয় সামাল দেয় স্বাগতিকরা। দুইজনে মিলে ৮১ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। তবে জয় থেকে ৮ রান দূরে থাকতে আউট হয়ে যান এই দুইজন। ৭০ বল খেলে রুমানা করেছেন ৩৪ রান। আর ফারজানা করেছেন ৪৮ রান। এরপর লতা মণ্ডল (৩*) ও ফাহিমা খাতুন (৬*) মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে খাদিজার ঘূর্ণিতে বেসামাল হয়ে পড়ে পাকিস্তানের মেয়েরা। সফরকারীদের টপ অর্ডারের ৩ ব্যাটসম্যান ছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি। এদিন ৯.৫ ওভার বল করে ২০ রানের খরচায় ৬ উইকেট তুলে নেন খাদিজা।

২৩ বছর বয়সী এই স্পিনারের প্রথম শিকার হন পাক ওপেনার আয়েশা জাফর। ব্যক্তিগত ১৮ রানে খাদিজার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। অন্য ওপেনার মুনিবা আলীও ব্যক্তিগত ১৮ রানে লতার শিকার হয়ে মাঠ ছাড়েন। আর অধিনায়ক জাভিয়ারা খানকে নিজের দ্বিতীয় শিকারের পরিণত করেন খাদিজা। জাভিয়ারা দলীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন। রুমানা-খাদিজার ঘূর্ণিতে পাকিস্তানের শেষ ৭ উইকেট পড়েছে মাত্র ১৭ রানের ব্যবধানে।

রুমানা ১৫ রানে নিয়েছেন ২ উইকেটে। এছাড়া জাহানারা আলম লতা একটি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান নারী দল : ৯৪ (আয়েশা ১৮, মুনিবা আলী ১৮, জাভিয়ারা ২৯; জাহানারা ১/১৯, পান্না ঘোষ ০/১৩, লতা ১/১১, সালমা ০/১১, খাদিজা ৬/২০, রুমানা ২/১৫, ফাহিমা ০/২)।

বাংলাদেশ নারী দল : ৯৫/৪ (আয়েশা ০, শারমিন ৩, ফারজানা ৪৮, রুমানা ৩৪, লতা ৩*, ফাহিমা ৫*; সানা মির ২/২০, দিয়ানা ১/১৮)।

ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : খাদিজা তুল কুবরা।