হারটাই শুধু বাকি রইল বাংলাদেশের

৫১১ রানের বিশাল লক্ষ্য। প্রথম ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে যাওয়া দলের কাছে এই রান পাহাড়সম বললেও কম বলা হবে, তার ওপর ব্যাট করতে হবে চতুর্থ ইনিংসে। এটা যে রীতিমতো অসম্ভব সেটা বোঝাতে বেশি সময় নেননি বাংলাদেশি ব্যাটাররা। ১৩ ওভার ব্যাট করে ৪৭ রান তুলতে হারিয়েছে ৫ উইকেট

 

সিলেট টেস্টের পরিস্থিতি অনুযায়ী তৃতীয় দিনের খেলা আর কিছু সময় বাকি থাকল চতুর্থ দিনে হয়তো মাঠে নামতে হতো না দুই দলকে। এই টেস্টের বর্তমান যে অবস্থা তাতে বাংলাদেশের হারটাই শুধু বাকি রইল। অর্থাৎ শ্রীলঙ্কার জয়ের জন্য সময়ের অপেক্ষায় মাত্র!মমিনুল হক ৭ ও তাইজুল ইসলাম ৬ রান নিয়ে ব্যাটিং শুরু করবেন।

রান তড়ায় ইনিংসের প্রথম ওভারেই আউট হন মাহমুদুল হাসান জয়।বিশ্ব ফার্নান্দোর মিডল স্টাম্পে পিচ করে ভেতরে আসা ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি তরুণ ওপেনার। এলবিডাব্লিউর বিপক্ষে চ্যালেঞ্জ জানিয়েও পার পাননি। শূন্য রানে ফেরেন জয়। খানিক পর ৬ রান করে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

৯ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ার চেষ্টা করেন জাকির হাসান ও মমিনুল হক। তবে দলীয় ৩৬ রানে জাকিরকে ফিরিয়ে দেন লাহিরু কুমারা। এই ওপেনার আউট হলে তার পরের ওভারে জোড়া আঘাতে শাহাদাত হোসেন দিপু ও লিটন কুমারকে তুলে নেন বিশ্ব। এই দুই ব্যাটার রানের দেখা পাননি। ৩৭ রানে ৫ উইকেটে হারিয়ে পরাজয় একপ্রকার নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ

মমিনুল আর তাইজুল যেন ব্যবধান কমাতে লড়ছেন।