এবার সোস্যাল মিডিয়ায় আসছেন ঐশ্বরিয়া

একে একে সোস্যাল মিডিয়ায় আসা শুরু করে দিয়েছেন বলিউডের অনেক সেলিব্রিটিরাই। তবু রয়েছেন কেউ কেউ, যারা এখনো নেই সোস্যাল মিডিয়াতে। রানি মুখার্জিই যেমন। তবে কদিন আগে সোস্যাল মিডিয়ায় এসেছেন ক্যাটরিনা কাইফ। আর তিনি আসা মাত্রই লাখো লাখো ফলোয়ার হয়ে গিয়েছে তার। এবার সোস্যাল মিডিয়ায় আসতে চলেছেন আর এক বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

ঐশ্বরিয়া এখন রয়েছেন কানে। সেখান থেকেই তিনি সাংবাদিকদের বলেন, আমার মনে হয়, এবার সোস্যাল মিডিয়ায় আসার সময় হয়েছে। কারণ আমাকে প্রায়ই শুনতে হচ্ছে, কেন আমি নেই সোস্যাল মিডিয়াতে? কবে থেকে আমাকে পাওয়া যাবে, সোস্যাল মিডিয়ায়। দেখি, খুব তাড়াতাড়িই হয়তো আসছি।

ঐশ্বরিয়া রাই এখনো সোস্যাল মিডিয়ায় না থাকলে কী হবে, অভিষেক বচ্চন এবং অমিতাভ বচ্চন যথেষ্ট সময় কাটান সোস্যাল মিডিয়ায়।