‘এরশাদের অবস্থা এখনো আশঙ্কাজনক, শিরায় পুষ্টি দেওয়া হচ্ছে’

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। শিরার মাধ্যমে তাকে পুষ্টি দেওয়া হচ্ছে।

শনিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির অবস্থা এখনো আশঙ্কাজনক। উনার কিডনি, লিভারসহ অন্যান্য অর্গান (অঙ্গপ্রত্যঙ্গ) এখনো কাজ করছে না বলে তার সার্বিক অবস্থা যন্ত্রের মাধ্যমে স্বাভাবিক রাখা হয়েছে।

এরশাদের ছোটভাই আরও বলেন, এখনো পল্লীবন্ধুর নিয়মিত ডায়ালাইসিস চলছে এবং শিরার মধ্যে পুষ্টি দেওয়া হচ্ছে।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সংসদের বিরোধীদলীয় নেতাকে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তার ছোটভাই জিএম কাদের।

গত ২৬ জুন শারীরিক অসুস্থতা নিয়ে সিএমএইচে ভর্তি হন এরশাদ। তাকে সিঙ্গাপুর নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও রিপোর্ট দেখে সেখানকার চিকিৎসকরা নিরুৎসাহিত করেন।