করোনা বিস্তার রোধে পর্যটন কেন্দ্র কুয়াকাটা বন্ধ ঘোষনা

কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পহেলা এপ্রিল থেকে আগামী ১৫ দিনের জন্য করোনা সংক্রমন বিস্তার রোধে এ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

এ লক্ষে বুধবার রাত নয়টায় সকল হোটেল, মোটেল ও রিসোর্ট বন্ধ ঘোষনা করে গুরুত্বপূর্ন স্থানে মাইকিং ও পর্যটন ব্যবসায়ীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া রাত থেকেই কুয়াকাটা সৈকতে অবস্থানরত সকল পর্যটকদের বাড়ি ফিরে যেতে ট্যুরিষ্ট পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া সন্ধ্যা সাতটার পর জেলাশহরসহ সকল উপজেলায় দোকান পাট বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, আগামী ১৫ দিনের জন্য এ আদেশ বলবৎ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পর্যটন সংশ্লিষ্ট সকল ধরনের সেবা বন্ধ থাকবে।