কলারোয়ায় দিনদুপুরে দোকান থেকে ৫১হাজার টাকা নিয়ে চম্পট দিলো চোর

সাতক্ষীরার কলারোয়ায় দিনদুপুরে একটি দোকান থেকে ৫১হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এক চোর।

কলারোয়া বাসস্ট্যান্ডস্থ ইসলামী ব্যাংকের বিপরীতে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক লাগোয়া মাসুদের স্টেশনারী দোকান থেকে শনিবার (১৮ জুন) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

রবিবার (১৯ জুন) ক্ষতিগ্রস্ত দোকানদার মাসুদ জানান, বেলা ১টার একটু আগে তার ফটোকপি-স্টেশনারী দোকানের কাচের গ্লাসের স্লাইডিং ডোর সামান্য টেনে দিয়ে তিনি পাশের একটি চায়ের দোকানে যান। কিছুক্ষণ পরেই সামনের আরেক দোকানদার তাকে ডাক দিয়ে বলেন, এক ব্যক্তি তার দোকানে ঢুকেছিলো। তিনি (মাসুদ) দোকানে ঢুকে দেখে ড্রয়ারে রক্ষিত ৫১হাজার টাকা নেই।

মাসুদ আরো জানান, একটি এনজিও থেকে ওই টাকা ঋণ নিয়েছিলেন।
তিনি বলেন, ইসলামী ব্যাংকের পাশের দোকানের সিসিটিভি ফুটেজ দেখা গেছে, চোর ওই ব্যক্তি এটিএম বুথের সামনে থেকে রাস্তার বিপরীতে মাসুদের দোকানে ঢুকে। কিছুক্ষণ পরে বেরিয়ে আসলে পাশের দোকানদার ওই ব্যক্তিকে বলেন মাসুদ দোকানে আছে কিনা। ওই ব্যক্তি আছে বলেই একটি মোটরসাইকেল চালিয়ে চলে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানদার মাসুদ কলারোয়া থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান।

তিনি বলেন, কেউ যদি এই চোরের সন্ধান দিতে পারেন তাকে পুরস্কৃত করা হবে।