কলারোয়ায় সড়কের উপর কাঠের গুড়ি ! ঘটতে পারে যেকোন সময় প্রাণ হানি

কলারোয়া উপজেলার জয়নগরে রাস্থার উপর কাঠ ব্যবসায়ীরা কাঠের গুড়ি রেখে সাইজ করায়। যেকোন সময় প্রাণ হানি ঘটতে পারে। রুখার যেন কেউ নেই।

কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের সরসকাটি- ধানদিয়া সড়কের রাস্থার উপর স্থানীয় ক্ষেত্রপাড়া ও আশপাশের গ্রামের কতিপয় কাঠ ব্যবসায়ীরা বিভিন্ন গ্রাম থেকে বড় বড় গাছ ক্রয় করে ক্ষেত্রপাড়া খৃষ্টান পাড়ার নিকট ওই সড়কের উপর ও পাশে ফেলে রাখে। পরে ব্যবসায়ীরা কাঠুরিয়া দিয়ে বড় বড় গাছের কাঠের গুড়ি রাস্থার উপর ফেলে তা সাইজ করায়। তাতে সড়কটি ক্ষতবিক্ষত হয়ে মারত্মক ক্ষতি গ্রস্থ হচ্ছে প্রতিনিয়ত। অন্যদিকে ওই সড়কে সাইকেল,ভ্যান,মোটর সাইকেল, ট্রাকসহ পথচারীদের চলাচলে মারাত্মক ভাবে বাঁধা গ্রস্থ হতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান,কাঠ ব্যবসায়ীরা স্থানীয়রা হওয়ায় তাদের কিছু বলা যায়না। সড়কের উপর কাঠের গুড়ি ফেলে সাইজ করায় বছরে প্রায় সময় ওই জায়গায় দূর্ঘটনা ঘটে। সড়কের উপর কাঠের গুড়ি ফেলে তা সাইজ করা বন্ধ না করা গেলে সড়কটির ক্ষতি বন্ধ করা যাবেনা। তাছাড়া যেকোনো সময় প্রাণ হানির মতো ঘটনা ঘটতে পারে।